নাবিক মন কূল ফিরে পাবে

এই ভুলের হিসাব মোর জানি মিলে যাবে,
আর আমার নাবিক মন কূল ফিরে পাবে, 
তাই আগের মতন আমি বুকভরা প্রেম নিয়ে আসি………

যদি আমাকে দেখ তুমি উদাসী
তবু যেওনা ফিরে যেওনা তুমি

Show Custom Message After Posting Comment

/*
 * Show Custom Message After post Comment.
 */

function ar_set_comment_cookies( $comment, $user ) {
	setcookie( 'ta_comment_wait_approval', '1', 0, '/' );
}
add_action( 'set_comment_cookies', 'ar_set_comment_cookies', 10, 2 );

function ar_comment_sent_message() {
	if ( isset( $_COOKIE['ta_comment_wait_approval'] ) && $_COOKIE['ta_comment_wait_approval'] === '1' ) {
		setcookie( 'ta_comment_wait_approval', '0', 0, '/' );

		function ar_show_comment_mesg() {
			echo "<p id='wait_approval'><strong>Your comment has been sent successfully & Waiting for Approval.</strong></p>";
		}
		add_action( 'comment_form_before', 'ar_show_comment_mesg' );
	}
}
add_action( 'init', 'ar_comment_sent_message' );

function ar_comment_post_redirect( $location, $comment ) {
	$location = get_permalink( $comment->comment_post_ID ) . '#wait_approval';

	return $location;
}
add_filter( 'comment_post_redirect', 'ar_comment_post_redirect', 10, 2 );

প্রকৃতির প্রতিশোধ বলে একটা কথা আছে!

প্রকৃতির প্রতিশোধ বলে একটা কথা আছে!

আল্লাহপাক কাউকে বিনা অপরাধে শাস্তি দেন না।
মাঝে মাঝে তিনি পরীক্ষা নেন, যাকে আমরা শাস্তি ভাবি।

পরীক্ষা এবং শাস্তির মধ্যে পার্থক্য আছে।

পরীক্ষা হলো এমন পিরিয়ড, যখন আপনাকে কঠিন সময় পার করতে হবে নানা বিপদ আপদের মধ্য দিয়ে। কিছু দুর্লভ বস্তু (প্রকৃত বন্ধুত্ব, টাকা, সামাজিক মর্যাদা, স্বাভাবিক সুস্থতা) হারাতে পারেন। তবে এই পরীক্ষা সামলে নিতে পারলে পুরষ্কার অপেক্ষা করছে।

আর শাস্তি হলো সেই পিরিয়ড, যা আপনার কৃতকর্মের ফল হিসেবে আসে। এসময় আপনি এমন কিছু হারাবেন বা পাবেন, যার কোন বিকল্প বা ভর্তুকি নেই। যেমন দুরারোগ্য ব্যাধি, পিতা-মাতা-সন্তান-প্রিয়জনের অস্বাভাবিক বিচ্ছেদ (মৃত্যু), অঙ্গহানি এরকম অনেক কিছুই হতে পারে।
তবে এর ও একটা সুফল আছে, ইহকালে শাস্তি হয়ে গেলে পরকালে তার ভার কমে।

আবার কারো উপর আল্লাহপাক সন্তুষ্ট তা বোঝার উপায় একটাই, আপনি আরো বেশি সৎ ও বিনয়ী হবেন। আল্লাহর সন্তুষ্টিপ্রাপ্ত কেউ কখনো অসৎ হতে পারেনা।

আল্লাহপাক যা করেন সব আমাদের মঙ্গলের জন্য।
তিনি কি করবেন, কি করছেন এটা তাঁর চেয়ে ভালো কেউ জানেনা।

(সংগৃহিত)