মানুষ

বয়স হবার পরও আমরা এর ওর সিদ্ধান্তে চলাফেরা করা জাতি। কখনও বাবা মায়ের, কখনও স্বামী স্ত্রীর, কখনও ভাইবোনের, কখনও আবার সমাজের!

প্রার্থনা

প্রার্থনা
সুফিয়া কামাল

তুলি দুই হাত করি মোনাজাত
হে রহিম রহমান
কত সুন্দর করিয়া ধরণী
মোদের করেছ দান,
গাছে ফুল ফল
নদী ভরা জল
পাখির কন্ঠে গান
সকলি তোমার দান ।
মাতা, পিতা, ভাই, বোন ও স্বজন
সব মানুষেরা সবাই আপন
কত মমতায় মধুর করিয়া
ভরিয়া দিয়াছ প্রাণ ।
তাই যেন মোরা তোমারে না ভুলি
সরল সহজ সৎ পথে চলি
কত ভালো তুমি, কত ভালোবাস
গেয়ে যাই এই গান ।