মানুষ মরে গেলে পচে যায়,
বেচে থাকলে বদলায়,
সময়ে অসময়ে বদলায়,
কারনে অকারনে বদলায়,
ক্ষণে ক্ষণে বদলায়,
প্রয়োজনে অপ্রয়োজনে বদলায় ।
Month: September 2018
কিভাবে খুঁজবো তারে?
কিভাবে খুঁজবো তারে,
যে হারিয়ে নয় পালিয়ে গেছে।
তার খবর কি রাখিস?
দিনের শেষে তুইও দেখি, খুব হাসিতেই মাতিস…
যে তোর ওই হাসির কারন, তার খবর কি রাখিস…