ভালবাসার সরলতা জগতে তারাই খুব বেশী কষ্ট পায়, যারা মানুষকে সরল মনে ভালোবাসে। বিনিময়ে তারা পায়, অনাদর, অবহেলা ও ঘৃণা। তাই জগতে কাউকে সরল মনে ভালবাসতে নেই। এখানে সরলতা মানে, চরম দুর্বলতা ।