এক নিমেষে

তুমি খুব সহজে বললে আমায় তোমায় ভুলে যেতে
তুমি খুব সহজে নিলে বিদায় ছুঁয়ে আমার হাতে ।।

তুমি এক নিমেষে হারিয়ে গেলে হাওয়াতে মিলিয়ে
তুমি হঠাৎ করে চলে গেলে দুঃখ বিলিয়ে ।।

আমার কি যে দোষ ছিল বলে গেলে না
সেই যে তুমি চলে গেল ফিরে এলে না ।।

তাই তো তোমারই তরে দিন কাটে না
এ বিরহের প্রহরে যেন মন মানে না ।

তুমি এক নিমেষে হারিয়ে গেলে হাওয়াতে মিলিয়ে
তুমি হঠাৎ করে চলে গেলে দুঃখ বিলিয়ে ।।

তুমি যে আর নেই পাশে ভুলেই তো যাই
আজো আমি ভালবাসি শুধু তোমায় ।।

কাটাই জীবন একা একা তোমারি আশায়
এই প্রেমের তরী যেন ডুবে না যায় ।

তুমি এক নিমেষে হারিয়ে গেলে হাওয়াতে মিলিয়ে
তুমি হঠাৎ করে চলে গেলে দুঃখ বিলিয়ে ।।।