বাহুডোরে…

এলোমেলো ইচ্ছে যত ভালোবেসেছি তারই মতো
ডুবে আছি আজো তোরই প্রেমে জীবন সপেছি তোরই নামে,
একই সাথে পথ চলা কত কথা ছিল বলা
সবই যেন আজ শুধু স্মৃতি হলো জানিনা এতো ভাবতে এলো

জ্বলছে হৃদয় উড়ছে সময় তুই কেন থাকিস বল তবু দূরে
সবই ভুলে আয় না চলে বাধবো প্রেমেরই বাহুডোরে…

একা একা বেঁচে থাকা তোকে ছাড়া চলেনা জীবন
লাগে যেন সবই ফাকা বুকের ভিতর একি দহন,
চেনা চেনা একই পথে তোরই আশায় এখনো বসে
পাশাপাশি হাটবো সাথে আবারো খুব ভালোবেসে।

জ্বলছে হৃদয় উড়ছে সময় তুই কেন থাকিস বল তবু দূরে
সবই ভুলে আয় না চলে বাধবো প্রেমেরই বাহুডোরে..

এলোমেলো ইচ্ছে যত ভালোবেসেছি তারই মতো ডুবে আছি আজো তোরই প্রেমে
জীবন সপেছি তোরই নামে!!

মনে মনে খুজে ফিরি ভালোবাসি তোকে যে ভীষণ
কত কথা দিলে পাড়ি বলনা হবো তোরই আপন
যত ভাবি ভুলে যাবো ততো বেশি যেন পড়ে মনে
ভালো কেমন বাসি আমি শুধু আমার এই প্রাণ জানে।

নাবিক মন কূল ফিরে পাবে

এই ভুলের হিসাব মোর জানি মিলে যাবে,
আর আমার নাবিক মন কূল ফিরে পাবে, 
তাই আগের মতন আমি বুকভরা প্রেম নিয়ে আসি………

যদি আমাকে দেখ তুমি উদাসী
তবু যেওনা ফিরে যেওনা তুমি

দেয়া নেয়া

জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ কিছুই রবেনা
লুকোচুরির এই যে খেলায় প্রানের যত দেওয়া নেওয়া পূর্ণ হবেনা।

কন্ঠ ভরা এ গান শুনে ছুটে তুমি এলে দ্বারে
চোখে দেখেও এতো করেও চেনোনিতো কভু তারে
অবহেলায় সরেও তবু আমায় তুমি নাওগো ডেকে
সে তো কবেনা

যে আঁখি হয়না খুশি আকাশ ভরা তারা দেখে
সেই হাসে কাঁচের ঝাড়ে মোমের বাতি জ্বেলে রেখে।

জানি আমি আমারে নয় এ গান আমার ভালোবাসো
নিজের ভুলে পথের ধুলায় পরশ মানিক ফেলে আসো
তোমার গানের ঐ ঠিকানায় দেখেও আমায় তবু কি গো
ডেকে লবেনা

এক নিমেষে

তুমি খুব সহজে বললে আমায় তোমায় ভুলে যেতে
তুমি খুব সহজে নিলে বিদায় ছুঁয়ে আমার হাতে ।।

তুমি এক নিমেষে হারিয়ে গেলে হাওয়াতে মিলিয়ে
তুমি হঠাৎ করে চলে গেলে দুঃখ বিলিয়ে ।।

আমার কি যে দোষ ছিল বলে গেলে না
সেই যে তুমি চলে গেল ফিরে এলে না ।।

তাই তো তোমারই তরে দিন কাটে না
এ বিরহের প্রহরে যেন মন মানে না ।

তুমি এক নিমেষে হারিয়ে গেলে হাওয়াতে মিলিয়ে
তুমি হঠাৎ করে চলে গেলে দুঃখ বিলিয়ে ।।

তুমি যে আর নেই পাশে ভুলেই তো যাই
আজো আমি ভালবাসি শুধু তোমায় ।।

কাটাই জীবন একা একা তোমারি আশায়
এই প্রেমের তরী যেন ডুবে না যায় ।

তুমি এক নিমেষে হারিয়ে গেলে হাওয়াতে মিলিয়ে
তুমি হঠাৎ করে চলে গেলে দুঃখ বিলিয়ে ।।।

আমি ভালবাসি

আমি ভালবাসি সেই হ্রদয় কে, যার মাঝে আছে প্রেম-প্রীতি ভালবাসা,
যার মাঝে আছে সকল সুখের ভাসা ।

আমি ভালবাসি সেই নয়ন কে, যে নয়নে আছে ভালবাসার কাজল,
যার গভিরে আছে মায়ার আচল ।

আমি ভালবাসি সেই কণ্ঠ কে, যে কণ্ঠে আছে ভালবাসার গান,
যার সুর শুনে হেসে ওঠে প্রান ।

আমি ভালবাসি সেই ফুল কে, যে ফুলের সুবাসে মেতে উঠে মন,
যার মধু এখনো হরন করেনি ভ্রমর ।

মধু কই কই বিষ খাওয়াইলা

মধু কই কই বিষ খাওয়াইলা
কোন কারণে ভালবাসার দাম ন দিলা
কোন দোষ হন পাই
ভালবাসার দাম ন দিলা।
আশায় আছিল তোয়ারে লই
বান্ধুইম একখান সুখেরই ঘর
সুখের বদল দুঃখ দিলা কোন
কারণে ভালবাসার দাম ন দিলা।

My Heart Will Go On

Every night in my dreams
I see you, I feel you,
That is how I know you go on

Far across the distance
And spaces between us
You have come to show you go on

Near, far, wherever you are
I believe that the heart does go on
Once more you open the door
And you’re here in my heart
And my heart will go on and on

Love can touch us one time
And last for a lifetime
And never let go till we’re gone

Love was when I loved you
One true time I hold to
In my life we’ll always go on

Near, far, wherever you are
I believe that the heart does go on
Once more you open the door
And you’re here in my heart
And my heart will go on and on

You’re here, there’s nothing I fear,
And I know that my heart will go on
We’ll stay forever this way
You are safe in my heart
And my heart will go on and on