এলোমেলো ইচ্ছে যত ভালোবেসেছি তারই মতো
ডুবে আছি আজো তোরই প্রেমে জীবন সপেছি তোরই নামে,
একই সাথে পথ চলা কত কথা ছিল বলা
সবই যেন আজ শুধু স্মৃতি হলো জানিনা এতো ভাবতে এলো
জ্বলছে হৃদয় উড়ছে সময় তুই কেন থাকিস বল তবু দূরে
সবই ভুলে আয় না চলে বাধবো প্রেমেরই বাহুডোরে…
একা একা বেঁচে থাকা তোকে ছাড়া চলেনা জীবন
লাগে যেন সবই ফাকা বুকের ভিতর একি দহন,
চেনা চেনা একই পথে তোরই আশায় এখনো বসে
পাশাপাশি হাটবো সাথে আবারো খুব ভালোবেসে।
জ্বলছে হৃদয় উড়ছে সময় তুই কেন থাকিস বল তবু দূরে
সবই ভুলে আয় না চলে বাধবো প্রেমেরই বাহুডোরে..
এলোমেলো ইচ্ছে যত ভালোবেসেছি তারই মতো ডুবে আছি আজো তোরই প্রেমে
জীবন সপেছি তোরই নামে!!
মনে মনে খুজে ফিরি ভালোবাসি তোকে যে ভীষণ
কত কথা দিলে পাড়ি বলনা হবো তোরই আপন
যত ভাবি ভুলে যাবো ততো বেশি যেন পড়ে মনে
ভালো কেমন বাসি আমি শুধু আমার এই প্রাণ জানে।