হাসাতে না পারলে, কাঁদাবে না

হাসাতে না পারলে, কাঁদাবে না । আনন্দ দিতে না পারলে, কষ্ট দিবে না । ভালবাসতে না পারলে, ঘৃণা করবে না । আর বন্ধু হতে না পারলে, শত্রু হবে না ।

একা চলা শিখতে হয়

মাঝে, মাঝে কষ্ট করে হলেও একা একা চলা শিখতে হয় । কারণ, যাকে ছাড়া আপনি চলতে পারবেন না, বা বাঁচতে পারবেন না ভাবছেন, সে কিন্তু, আপনাকে ছাড়া ঠিকই বেঁচে আছে

প্রেম ভালবাসায় ছ্যাকা

ছ্যাকা মানুষের লাইফে বড় শিক্ষা যদি ঠিকমত হজম করতে পারেন । দ্বিতীয়ত, মানুষ খুব বেশিদিন দুখী থাকতে পারেনা । সময়ের সাথে সবই আস্তে আস্তে কমে যায় । অনুভুতি, ভালোবাসা এমন কি কষ্টও । তাই ছ্যাকা খাইসেন বলে নিজেকে চরম লুজার মনে না করে ভালোবাসা ছাড়া পৃথিবীর অন্যান্য সব কাজ চালিয়ে যান কিছু দিন পরে দেখবেন নিজের অবস্থা দেখে ভালো লাগবে । আর দেখবেন যে সকালবেলা যার কথা মনে করে ঘুম ভাঙত জীবনের প্রয়োজনে সেই অভ্যাস কবে ছেড়ে দিয়েছেন । আরও কিছুদিন যাওয়ার পর ফিল করবেন, লাইফ ইজ বিউটি ফুল ।

ডেনমার্ক

প্রেম হল এমন একটা সাগরের নাম । যার পাশ দিয়ে যাওয়ার সময় মনে হবে, “ইস”!! একবার যদি নামতে পারতাম । আর যারা সে সাগরে নেমেছে তার মনে হয়, “ইস”!! কেন যে নামলাম ???

ডেনমার্ক

আগে কিছু করুন

◆ কিছু বলার আগে – শুনুন । 
◆ কিছু করার আগে – ভাবুন । 
◆ কিছু ব্যয় করার আগে – কিছু আয় করুন । 
◆ কারো সমালোচনা করার আগে – অপেক্ষা করুন । 
◆ প্রার্থনা করার আগে – ক্ষমা করুন । 
◆ হাল ছেড়ে দেওয়ার আগে – আরেকবার চেষ্টা করুন । 
◆ মৃত্যুবরণ করার পূর্বে – ঈমান ঠিক করুন ।

দুটি চোখ, দুটি হাত

“পৃথিবীতে ঐ দুটি চোখ বেশি দামী, যে চোখ গভীর রাতে নিরবে আল্লাহর কাছে অশ্রু ঝরায়।”
“ঐ দুটি হাত বেশি দামী, যে হাত আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে ।”

নারীর রুপ

নারী তুমি করিও না রুপের বড়াই, সবাইতো জানে তোমার প্রিয় বন্ধু রান্না ঘরের কড়াই । যতই দেখাও তুমি রুপের ঝর্ণা, করতে হবে তোমাকে তরকারি রান্না ।