To create a copyright symbol with typing tools in Photoshop,
hold down the ALT key and type 0169 using the numeric key pad.
Web Developer, Coding is life here…
To create a copyright symbol with typing tools in Photoshop,
hold down the ALT key and type 0169 using the numeric key pad.
“যে ব্যক্তি নীরবতা অবলম্বন করেছে সে মুক্তি লাভ করেছে ।”
— আল হাদীস ।
ছ্যাকা মানুষের লাইফে বড় শিক্ষা যদি ঠিকমত হজম করতে পারেন । দ্বিতীয়ত, মানুষ খুব বেশিদিন দুখী থাকতে পারেনা । সময়ের সাথে সবই আস্তে আস্তে কমে যায় । অনুভুতি, ভালোবাসা এমন কি কষ্টও । তাই ছ্যাকা খাইসেন বলে নিজেকে চরম লুজার মনে না করে ভালোবাসা ছাড়া পৃথিবীর অন্যান্য সব কাজ চালিয়ে যান কিছু দিন পরে দেখবেন নিজের অবস্থা দেখে ভালো লাগবে । আর দেখবেন যে সকালবেলা যার কথা মনে করে ঘুম ভাঙত জীবনের প্রয়োজনে সেই অভ্যাস কবে ছেড়ে দিয়েছেন । আরও কিছুদিন যাওয়ার পর ফিল করবেন, লাইফ ইজ বিউটি ফুল ।
প্রেম হল এমন একটা সাগরের নাম । যার পাশ দিয়ে যাওয়ার সময় মনে হবে, “ইস”!! একবার যদি নামতে পারতাম । আর যারা সে সাগরে নেমেছে তার মনে হয়, “ইস”!! কেন যে নামলাম ???
ডেনমার্ক
◆ কিছু বলার আগে – শুনুন ।
◆ কিছু করার আগে – ভাবুন ।
◆ কিছু ব্যয় করার আগে – কিছু আয় করুন ।
◆ কারো সমালোচনা করার আগে – অপেক্ষা করুন ।
◆ প্রার্থনা করার আগে – ক্ষমা করুন ।
◆ হাল ছেড়ে দেওয়ার আগে – আরেকবার চেষ্টা করুন ।
◆ মৃত্যুবরণ করার পূর্বে – ঈমান ঠিক করুন ।
“পৃথিবীতে ঐ দুটি চোখ বেশি দামী, যে চোখ গভীর রাতে নিরবে আল্লাহর কাছে অশ্রু ঝরায়।”
“ঐ দুটি হাত বেশি দামী, যে হাত আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে ।”