- Home Page
- Single Page
- Blog Page
- Single Blog Post
- Archive Page
- Privacy Policy Page
- 404 Page
- Search Page
Uncategorized
Disable Chrome New Tab Hover Pop-ups/Box
1. Open Google Chrome web browser and type chrome://flags/ in addressbar and press Enter. It’ll open the advanced configuration page.
2. Now type tab hover card in the “Search flags” box.
3. Select Disabled for Tab Hover Cards option from the drop-down box.
4. Google Chrome will ask you to restart the browser. Click on “Relaunch now” button to restart Google Chrome.
That’s it. Now hover mouse cursor over any tab and you’ll get the classic tab tooltip showing only the website title.
Browser Sync
Install Browser Sync
Installing “Browser Sync” :
npm install -g browser-sync
Run Browse Sync
For Static Site
browser-sync start --server --directory --files "**/*"
Or
browser-sync start --server --files "*.*"
For Dynamic Site
browser-sync start --proxy "yoursitename.com" --files "**/*"
পাত্রী চাই
লিস্টটা একটু ছোট করেই দিলাম।
আমার জন্য পাত্রী লাগবে।
তেমন বেশি কিছু চাইনা, খুবই সীমিত চাহিদা।
শুধু একটি সুন্দরী, সুশ্রী, নম্র, ভদ্র, মিষ্টি,
লাজুক, নামাজী, রোজাদার, ঈমানদার,
ধার্মিক, পর্দানশীল, কুরআনে হাফেজা,
ইবাদত-বন্দেগী করে।
ভালো রান্না করতে পারে,
পোলাও-কোর্মা-জর্দা- ফিরনি, পায়েস-হালুয়া-
সেমাই-সুজি, পুঁইশাক-কলমি শাক-পালং
শাক-ডাটা শাক-লাল শাক, পুরি-
সিঙ্গারা- বেগুনি-আলুর চপ- মোগলাই পরোটা,
শিককাবাব-শামি কাবাব-জালি কাবাব-সুতা
কাবাব- বটি কাবাব, চিকেন ভুনা-বিফ
ভুনা- মাটন ভুনা- তন্দুরী ফ্রাই,
কাচ্চি-তেহারী-খিচুড়ি-বিরিয়ানী,
খাসীর রেজালা আর মাঝে
মাঝে মুগের ডাল দিয়ে রুই মাছের মাথা
রান্না করতে পারে, পেস্তা বাদামের
শরবত বানাতে পারে, ফুলকপি আলু
আর ঝোল দিয়ে মুরগীর মাংস রান্না
করতে পারে। সেলাইয়ের কাজ জানে
ও পূর্ব অভিজ্ঞতা আছে, ইসলামী সংগীত জানে ও
গাইতে পারে, সংসারে মনোযোগী,
স্বামীপরায়ণ, সংসারপরায়ণ, শ্বশুর-
শ্বাশুরি পরায়ণ, শিশুপরায়ণ, ধর্মপরায়ণ,
পরহেজগার, শিক্ষিতা,ভালো ঘরের
ভালো, উচ্চ বংশমর্যাদাসম্পন্ন,
লোভ-লালসাহীন, অত্যন্ত সাধারণ, সহজ-সরল,
বুদ্ধিমতী, I.Q. ১০০ তে ১০০, বাংলা-
ইংরেজী-আরবী-ফারসী-ঊর্দু সব ভাষায়
সাবলীলভাবে সমানভাবে পারদর্শীতার
সাথে লিখতে-পড়তে ও কথা বলতে পারে।
বিশিষ্ট্য সাহাবিদের নাম না-দেখে ৬০ সেকেন্ডের ভিতরে
মুখস্থ বলতে পারে, বাজার- সদাই করতে
পারে, গায়ে ছোটো ছোটো তিল আছে,
হাসলে গালে টোল পড়ে, হাসিতে মুক্তা ঝড়ে,
ফর্সা-লম্বা,রূপবতী, গুণবতী, পূণ্যবতী,
স্বাস্থ্যবতী, সুস্বাস্থ্যের অধিকারী,
ভিশন সিক্স বাই সিক্স, ছোটবেলায়
সব রোগের বুস্টার ডোসসহ টিকা
নেওয়া আছে, পরিশ্রমী, কর্মঠ, অধ্যাবসায়ী
কষ্টসহিষ্ণু, সর্বসংসা, সাহসী, নির্ভীক,
অকুতোভয়, মিলিটারী ট্রেনিং প্রাপ্ত, কুংফু-
কারাতে-জুডো- মার্শাল আর্ট-
তাইকোয়ান্দো-জুজিতসুতে ব্ল্যাকবেল্ট
প্রাপ্ত, বিপদে-আপদে হাতে বাঁশ নিয়ে
রাত জেগে বাড়ি পাহারা দিতে পারে
যেন আমি নিশ্চিন্তে ঘুমুতে পারি,
নারিকেল গাছে চড়ে নারিকেল পাড়তে
জানে, মাঝ নদীতে নৌকা বেয়ে জাল
ফেলে মাছ ধরতে পারে, নিরীহ, নিষ্পাপ,
মাসুম, নাদান, সতীশুদ্ধ, কুমারী, ফুলের
মতো পবিত্র, কুসুমের মতো কোমল, পরমা
সুন্দরী, সীমাহীন রূপ- লাবণ্য-সৌন্দর্যের
অধিকারীণী, যার রূপে আগুন জ্বলে
অল্পের ভিতরে এমন
একটা মেয়ে হলেই চলবে আর
তেমন কোন গুন লাগবে নাহ—
সংগৃহিত
Work With Team
Great things in business are never done by one person. They’re done by a team of people.
Steve Jobs
এ কি হলো, কেন হোলো
এ কি হোলো, কেন হোলো,
কবে হোলো জানি না
শুরু হোলো, শেষ হোলো
কী যে হোলো জানি না তো
হুঁ.. এ কি হলো..
কেউ বোঝে কি না বোঝে হায়,
আমি শুধুই বুঝি
এই আঁধারে ভুল করে হায়,
আলো মিছে খুঁজি
মেঘ মরুতে যায় কি দেখা,
দিন যায় একা একা, একা।
এ কি হলো, কেন হোলো,
কবে হোলো জানি না
শুরু হোলো, শেষ হোলো
কী যে হোলো জানি না তো
হুঁ.. এ কি হোলো..
কেউ ভাবে কি না ভাবে হায়
আমি শুধু ভাবি
যে প্রেম দিতে জানে তার
নেই কোন দাবি..হায়
মনে পড়ে কেন তারে
মনে পড়ে বারে বারে, তারে।
এ কি হোলো, কেন হোলো,
কবে হোলো জানি না
শুরু হোলো, শেষ হোলো
কী যে হোলো জানি না তো
হুঁ.. এ কি হোলো..
ছোট ছোট ছেলে-মেয়ে
ছোট ছোট ছেলে-মেয়ে প্রেমে পড়েছে ।
পার্কে গিয়ে তারা আবার ধরা খেয়েছে ।
কে দেখেছে কে দেখেছে টিচার দেখেছে ।
এবার বলো টিচার কেন পার্কে গিয়েছে…???