Keno Ei Nishongota

কেন এই নিঃসঙ্গতা

পার্থ বড়ুয়া – সোলস

কেন এই নিঃস্বঙ্গতা,
কেন এই মৌনতা
আমাকে ঘিরে
কেউ না জানুক কার কারণে,
কেউ না জানুক কার স্মরণে
কোন পিছুটানে
তবুও জীবন যাচ্ছে কেটে
জীবনের নিয়মে।

স্বপ্নগুলো অন্য কারো, ভূল গুলো আমারই
কান্নাগুলো থাক দুচোখে, কষ্ট আমারই
ভেবে নেব প্রেমালে আজ আঁধারি।

কেউ না জানুক কোন বিরহে
দিন চলে যায় আজ কিভাবে,
কোন পিছুটানে
তবুও জীবন যাচ্ছে কেটে
জীবনের নিয়মে।

ইচ্ছেগুলো থাক হৃদয়ে, ব্যর্থতা আমারই
সুখ নাহোক অন্য কারো, দুঃখরা আমারই
ভুলে যাবো মন কেন আজ ফেরারী।

কেউ না জানুক কোন হতাশায়
দিন চলে যায় নীরবে হায়,
কোন পিছুটানে
তবুও জীবন যাচ্ছে কেটে
জীবনের নিয়মে।

বাহুডোরে…

এলোমেলো ইচ্ছে যত ভালোবেসেছি তারই মতো
ডুবে আছি আজো তোরই প্রেমে জীবন সপেছি তোরই নামে,
একই সাথে পথ চলা কত কথা ছিল বলা
সবই যেন আজ শুধু স্মৃতি হলো জানিনা এতো ভাবতে এলো

জ্বলছে হৃদয় উড়ছে সময় তুই কেন থাকিস বল তবু দূরে
সবই ভুলে আয় না চলে বাধবো প্রেমেরই বাহুডোরে…

একা একা বেঁচে থাকা তোকে ছাড়া চলেনা জীবন
লাগে যেন সবই ফাকা বুকের ভিতর একি দহন,
চেনা চেনা একই পথে তোরই আশায় এখনো বসে
পাশাপাশি হাটবো সাথে আবারো খুব ভালোবেসে।

জ্বলছে হৃদয় উড়ছে সময় তুই কেন থাকিস বল তবু দূরে
সবই ভুলে আয় না চলে বাধবো প্রেমেরই বাহুডোরে..

এলোমেলো ইচ্ছে যত ভালোবেসেছি তারই মতো ডুবে আছি আজো তোরই প্রেমে
জীবন সপেছি তোরই নামে!!

মনে মনে খুজে ফিরি ভালোবাসি তোকে যে ভীষণ
কত কথা দিলে পাড়ি বলনা হবো তোরই আপন
যত ভাবি ভুলে যাবো ততো বেশি যেন পড়ে মনে
ভালো কেমন বাসি আমি শুধু আমার এই প্রাণ জানে।

নাবিক মন কূল ফিরে পাবে

এই ভুলের হিসাব মোর জানি মিলে যাবে,
আর আমার নাবিক মন কূল ফিরে পাবে, 
তাই আগের মতন আমি বুকভরা প্রেম নিয়ে আসি………

যদি আমাকে দেখ তুমি উদাসী
তবু যেওনা ফিরে যেওনা তুমি

আমি চিত্কার করে কাদিতে চাহিয়া

হায়দার হুসাইন

কতো টুকু অশ্রু গড়ালে, হৃদয় জলে সিক্ত
কতো প্রদীপ শিখা জ্বাললেই, জীবন আলোয় তিপ্ত
কতো বেথা বুকে চাপলে, তাকে বলি আমি ধর্য
নির্মমতা কতো দূর হলে, জাতি হবে নির্লজ্জ
আমি চিত্কার করে কাদিতে চাহিয়া, করিতে পারিনি চিত্কার
আমি চিত্কার করে কাদিতে চাহিয়া, করিতে পারিনি চিত্কার
বুকের বেথা বুকে চাপায়ে, নিজেকে দিয়েছি ধিক্কার
কতো টুকু অশ্রু গড়ালে, হৃদয় জলে সিক্ত
কতো প্রদীপ শিখা জ্বাললে, জীবন আলোয় তিপ্ত
কতো বেথা বুকে চাপলে, তাকে বলি আমি ধর্য
নির্মমতা কতো দূর হলে, জাতি হবে নির্লজ্জ

আজও কানে ভাসে সেই কথা গুলো, কে জানে কি হবে শেষ কথা
আজও কানে ভাসে সেই কথা গুলো, কে জানে কি হবে শেষ কথা
নিয়তির ডাকে দিয়ে যে সাড়া, পেলে গেলে শুধু নীরবতা
যার চলে যায় সেই বুঝে হয়, বিচ্ছেদে কি যন্ত্রনা
যার চলে যায় সেই বুঝে হয়, বিচ্ছেদে কি যন্ত্রনা
অবুঝ শিশুর অবুঝ প্রশ্ন, কি দিয়ে দেবো শান্তনা
আমি চিত্কার করে কাদিতে চাহিয়া, করিতে পারিনি চিত্কার
আমি চিত্কার করে কাদিতে চাহিয়া, করিতে পারিনি চিত্কার
বুকের বেথা বুকে চাপায়ে, নিজেকে দিয়েছি ধিক্কার
কতো টুকু অশ্রু গড়ালে, হৃদয় জলে সিক্ত
কতো প্রদীপ শিখা জ্বাললে, জীবন আলোয় তিপ্ত
কতো বেথা বুকে চাপলে, তাকে বলি আমি ধর্য
নির্মমতা কতো দূর হলে, জাতি হবে নির্লজ্জ

বিধাতা তোমায় ডাকি বারে বারে, করো তুমি মোরে মার্জনা
বিধাতা তোমায় ডাকি বারে বারে, করো তুমি মোরে মার্জনা
দুঃখ সইতে দাও গো শক্তি, তোমার স-আকাশে প্রার্থনা
চাহিনা সহিতে আমার মাটিতে মজলুমের আর্তনাদ
চাহিনা সহিতে আমার মাটিতে মজলুমের আর্তনাদ
ইশাদননে পুড়ে বারে বারে, নুন্ঠিত হবে স্বপ্ন স্বাদ
আমি চিত্কার করে কাদিতে চাহিয়া, করিতে পারিনি চিত্কার
আমি চিত্কার করে কাদিতে চাহিয়া, করিতে পারিনি চিত্কার
বুকের বেথা বুকে চাপায়ে, নিজেকে দিয়েছি ধিক্কার
কতো টুকু অশ্রু গড়ালে, হৃদয় জলে সিক্ত
কতো প্রদীপ শিখা জ্বাললে, জীবন আলোয় তিপ্ত
কতো বেথা বুকে চাপলে, তাকে বলি আমি ধর্য
নির্মমতা কতো দূর হলে, জাতি হবে নির্লজ্জ

এ কি হলো, কেন হোলো

এ কি হোলো, কেন হোলো,
কবে হোলো জানি না
শুরু হোলো, শেষ হোলো
কী যে হোলো জানি না তো
হুঁ.. এ কি হলো..

কেউ বোঝে কি না বোঝে হায়,
আমি শুধুই  বুঝি
এই আঁধারে ভুল করে হায়,
আলো মিছে খুঁজি
মেঘ মরুতে যায় কি দেখা,
দিন যায় একা একা, একা।

এ কি হলো, কেন হোলো,
কবে হোলো জানি না
শুরু হোলো, শেষ হোলো
কী যে হোলো জানি না তো
হুঁ.. এ কি হোলো..

কেউ ভাবে কি না ভাবে হায়
আমি শুধু ভাবি
যে প্রেম দিতে জানে তার
নেই কোন দাবি..হায়
মনে পড়ে কেন তারে
মনে পড়ে বারে বারে, তারে।

এ কি হোলো, কেন হোলো,
কবে হোলো জানি না
শুরু হোলো, শেষ হোলো
কী যে হোলো জানি না তো
হুঁ.. এ কি হোলো..

এক নিমেষে

তুমি খুব সহজে বললে আমায় তোমায় ভুলে যেতে
তুমি খুব সহজে নিলে বিদায় ছুঁয়ে আমার হাতে ।।

তুমি এক নিমেষে হারিয়ে গেলে হাওয়াতে মিলিয়ে
তুমি হঠাৎ করে চলে গেলে দুঃখ বিলিয়ে ।।

আমার কি যে দোষ ছিল বলে গেলে না
সেই যে তুমি চলে গেল ফিরে এলে না ।।

তাই তো তোমারই তরে দিন কাটে না
এ বিরহের প্রহরে যেন মন মানে না ।

তুমি এক নিমেষে হারিয়ে গেলে হাওয়াতে মিলিয়ে
তুমি হঠাৎ করে চলে গেলে দুঃখ বিলিয়ে ।।

তুমি যে আর নেই পাশে ভুলেই তো যাই
আজো আমি ভালবাসি শুধু তোমায় ।।

কাটাই জীবন একা একা তোমারি আশায়
এই প্রেমের তরী যেন ডুবে না যায় ।

তুমি এক নিমেষে হারিয়ে গেলে হাওয়াতে মিলিয়ে
তুমি হঠাৎ করে চলে গেলে দুঃখ বিলিয়ে ।।।

মধু কই কই বিষ খাওয়াইলা

মধু কই কই বিষ খাওয়াইলা
কোন কারণে ভালবাসার দাম ন দিলা
কোন দোষ হন পাই
ভালবাসার দাম ন দিলা।
আশায় আছিল তোয়ারে লই
বান্ধুইম একখান সুখেরই ঘর
সুখের বদল দুঃখ দিলা কোন
কারণে ভালবাসার দাম ন দিলা।